পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে ৪ জনের মৃত্যুদণ্ড প্রদান

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে ৪ জনের মৃত্যুদণ্ড প্রদান
পাকিস্তানের একটি আদালত ধর্ম অবমাননা বা ব্লাসফেমি অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের পবিত্র ব্যক্তিত্ব এবং কুরআন সম্পর্কিত অবমাননাকর পোস্ট শেয়ার করেছিলেন। বার্তা সংস্থা এপি একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের ব্লাসফেমি আইনে বলা হয়েছে, কেউ ইসলাম বা তার ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা করলে মৃত্যুদণ্ড হতে পারে, যদিও এখন পর্যন্ত এ ধরনের শাস্তি কার্যকর করা হয়নি। রাওয়ালপিন্ডির বিচারক তারিক আইয়ুব রায় প্রদানকালে বলেন, "ধর্ম, পবিত্র ব্যক্তিত্ব এবং কুরআন অবমাননার মতো অপরাধ ক্ষমার অযোগ্য, এসব অপরাধে কোনো রেহাই নেই।" মৃত্যুদণ্ডের পাশাপাশি, বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে ৪৬ লাখ পাকিস্তানি রুপি জরিমানা আরোপ করেছেন। তবে, যদি উচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বাতিল করেন, তাহলে আসামিদের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। আসামিদের আইনজীবী মঞ্জুর রহমানি এই রায়ের বিরোধিতা করে বলেন, এ ধরনের মামলায় সন্দেহ এবং অনিশ্চয়তা সৃষ্টির বিষয়টি আদালত উপেক্ষা করেছে। তিনি মনে করেন, ধর্মীয় প্রতিক্রিয়া এবং বিচারকের বিরুদ্ধে সহিংসতার ভয়ের কারণে আদালত এ রায় দিয়েছেন। পাকিস্তানে ১৯৮০ সাল থেকে ব্লাসফেমি আইন কার্যকর রয়েছে।